মাধবপুর ও চুনারুঘাটের ২১ ইউপিতে ভোট আজ

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

মাধবপুর ও চুনারুঘাটের ২১ ইউপিতে ভোট আজ

মাধবপুর প্রতিনিধি:: আজ বুধবার পঞ্চম ধাপে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২১টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এসব ইউপিতে গত সোমবার রাতে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে।

ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ভোটগ্রহণের সব প্রস্তুতিও শেষ হয়েছে। নির্বাচনী সরঞ্জামও কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে।

মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, ১১টি ইউনিয়নের ১০২টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ১০ জন নিবার্হী ম্যাজিস্ট্রেট, ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি ৪ পাল্টুন, র‌্যাবের ৫টি টিম, পুলিশের ১৩টি স্টাইকিং ফোর্স, প্রায় ৪ হাজার আনসার ও পুলিশ (পুরুষ-নারী) সদস্য দায়িত্ব পালন করবে। নির্বাচনে ৫৬ জন চেয়ারম্যান প্রার্থী, ৪৩৫ জন সাধারণ সদস্য ও ১৪৩ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন প্রস্তুত। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পুলিশ প্রশাসন থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

এদিকে চুনারুঘাটে ১০টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৩০ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে সাত হাজার ১৬১ জন ও সাধারণ সদস্য পদে ৪১৭ জন প্রার্থী রয়েছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬ হাজার ৯৪।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, দুই উপজেলার প্রায় অর্ধেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছেন। কোনো অবস্থাতেই অনিয়ম করতে দেওয়া হবে না।

এবিএ/০৫ জানুয়ারি

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
1234567
15161718192021
293031    
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ