লালদিঘীরপাড় থেকে চিহ্নিত চোর রাজিব গ্রেফতার

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

লালদিঘীরপাড় থেকে চিহ্নিত চোর রাজিব গ্রেফতার

অনলাইন ডেস্ক :: সিলেট নগরী থেকে চোরাই মালামালসহ এক চোরকে গ্রেফতার করেছ পুলিশ। গতকাল শনিবার কোতোয়ালী মডেল থানা পুলিশ লালদিঘীরপাড়ের একটি কলোনী থেকে রাজিব হোসেন নামের এই চোরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার কোতোয়ালী মডেল থানা পুলিশের একট দল লালদিঘীরপাড়ের আকবুল হোসেন এর কলোনীতে অভিযান চালায় ।এসময় চোরাই মালামাল বিক্রি কালে চোর রাজিবকে আটক করে পুলিশ। তার নিকট হতে চোরি হওয়া ৫টি ইমিটিশনের বালা, ১ জোড়া ইমিটিশনের জুমকা, ৪টি মোবাইল সেট ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রাজিব সুনাগঞ্জের দিরাই উপজেলার নোয়াগাও এর মৃত আলী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ৫ টি মামলা রয়েছে।