মঞ্চ মাতাচ্ছে জলের গান: সিলেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

মঞ্চ মাতাচ্ছে জলের গান: সিলেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

সিলনিউজবিডি ডেস্ক :: বরাবর যেমন হয়, এবারও তেমনটিই হলো। সিলেটে জলের গান তাদের পরিবেশনা শুরু করেছে সেই নাটকীয় ভঙ্গিতে। শীতের পিঠাপুলি খাওয়ার গান দিয়ে।

আজ মঙ্গলবার ( ৪ জানুয়ারি ) সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ দেশ বিখ্যাত লোকজ ব্যান্ড দল জলের গান। রাত ৯টার দিকে তারা মঞ্চে উঠলেও পরিবেশনা শুরু হয় সোয়া ৯টার দিকে।

সিলেটের আঞ্চলিক ভাষায় দর্শকদের সাথে মনের লেনেদেনেই এগুচ্ছে অনুষ্ঠান।

তাদের তৃতীয় পরিবেশনা ছিল মহামারি করোনায় মৃতদের স্মরণে গাওয়া ‘ ও ঝরা পাতাগো ও ঝরা পাতা’ দিয়ে।

গানটির শুরু থেকে শেষ পর্যন্ত উৎফুল্ল আর হইহুল্লোড়ে ব্যস্ত সমবেত দর্শকবৃন্দ পিনপতন নিরব থেকে উপভোগ করেছেন।

এর পরপরই আয়োজকদের পরিচয় করিয়ে দেয়া হয়। তখনো দর্শক হাততালি আর চিৎকার দিয়ে স্বাগত জানান।

সাকিব আহমেদ / ০৫ জানুয়ারি