জামালগঞ্জে শান্তিপূর্ণ ভোট গ্রহণ: নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মত

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

জামালগঞ্জে শান্তিপূর্ণ ভোট গ্রহণ: নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মত

জামালগঞ্জ প্রতিনিধি:: পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সাচনা বাজার, ফেনারবাঁক, ভীমখালী ও বেহেলী ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।

বুধবার সকাল থেকে শুরু হওয়া ভোট ঘিরে ছিল ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা। সকাল থেকেই শীত ও ঠাণ্ডা হাওয়া উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হন। তবে পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দুপুর ১ টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলার নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জামালগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নে চলছে ভোট গ্রহন।

উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২২ জন চেয়ারম্যান, ৫৯ জন সংরক্ষিত সদস্য ও ২০১ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪টি ইউনিয়নের মোট ভোটার সংখ্য ৮২ হাজার ২৪৪ জন এবং ৪২ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন চলছে।

সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এবিএ/০৫ জানুয়ারি