জকিগঞ্জের কসকনকপুরে জয়ী হলেন বিদ্রোহী প্রার্থী আলতাফ হোসেন লস্কর

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

জকিগঞ্জের কসকনকপুরে জয়ী হলেন বিদ্রোহী প্রার্থী আলতাফ হোসেন লস্কর

জকিগঞ্জ প্রতিনিধি:: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি) সিলেটে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে বিকাল ৪টায় শুরু হয় গণনা।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউপিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলতাফ হোসেন লস্কর। নির্বাচনে তিনি পেয়েছেন ৩ হাজার ৫৭১ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রাজ্জাক রিয়াজ পেয়েছেন ২ হাজার ৯০৫ ভোট।

এবিএ/০৫ জানুয়ারি