অডিটোরিয়াম দান করেন খান পরিবার বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়কে

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

অডিটোরিয়াম দান করেন খান পরিবার বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়কে

সৈয়দ মোসাম্মিন হোসেন:: সিলেট লালাবাজার ইউনিয়ন বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত খান পরিবার অডিটোরিয়াম উদ্বোধন করেন বিকাল ৩.০০টায়। প্রধান অতিথিঃ সিলেট ৩ আসনের দক্ষিন সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ সাংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। সভাপতিত্ব করেন দেলওয়ার হোসেন খান রানা।, মোঃ সাইফুল ইসলাম প্রধান শিক্ষক , মতিউর রহমান মতি সদস্য সিলেট জেলা পরিষদ। এর রকম শিক্ষা প্রতিষ্ঠানে কাজে প্রসংসিত করেন খান পরিবার কে হাবিবুর রহমান হাবিব ।
বক্তব্য রাখেনঃ দক্ষিন সুরমা সিলাম ইউনিয়নের নব-নির্বাচিত চেয়াম্যানঃ ওলিদুর রহমান ওলিদ।

সিলেট লালাবাজার ইউনিয়নের নব-নির্বাচিত চেয়াম্যানঃ তোয়াজিদুল হক তুহিন।
এডভোকেট মোহিত।
পীর ফয়জুল হক ইকবাল,বুলবুল আহমদ চৌধুরী,লন্ডন প্রবাসী মোস্তফা কামাল হোসেন খান. কামরুজ্জামান খান ফয়ছল,

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ব্যবস্থাপক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, জাহাঙ্গীর আলম।

 

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা