ছাতকে চোরাই মালামালসহ আটক ১

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

ছাতকে চোরাই মালামালসহ আটক ১

ছাতক প্রতিনিধি::ছাতকে চোরাই মালামালসহ সফিকুল ইসলাম (৩৪) নামের এক যুবককে অাটক করেছে পুলিশ। সে উপজেলার কুমনা এলাকার মৃত অাবদুল হেকিম পুত্র। শনিবার রাত ১১টার দিকে তাকে অাটক করেন থানার এসঅাই হাবিবুর রহমান পিপিএম।

জানা যায়, ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি এলাকার অাখতার হোসেনের ওয়ার্কশপ এর তালা ভেঙ্গে গত ১৪ জুন রাতে অজ্ঞাতনামা চোরেরা ০২টি ওয়েল্ডিং মেশিন, পানির মটার, চেইনকপ্পাসহ চার লক্ষ ষাট হাজার) টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ওয়ার্কশপের মালিক আক্তার হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে ছাতক থানায় মামলা নং ২২ তারিখ- ১৮,০৭,২০২০ইং দায়ের করে।

থানার এসঅাই হাবিবুর রহমান পিপিএম বলেন,
আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরকে অাটক করতে তিনি সক্ষম হয়েছেন। সেই সাথে ২টি ওয়েল্ডিং মেশিন, একটি পানির মটর, গাড়ী তোলার একটি চেইন কপ্পাসহ চোরাই যাওয়া মালামাল উদ্ধার করেছেন।##