সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২
সিলনিউজ ডেস্ক:: বাংলাদেশের প্রবাসীদের অধিকার আদায়ে সোচ্চার… এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯৮৪ সালে প্রবাস ফেরত সম্মানীত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক বাংলাদেশী প্রবাসীদের কল্যাণার্থে প্রতিষ্ঠিত সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ২০২১-২০২৬ খ্রীষ্টাব্দের কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ৫ জানুয়ারি বুধবার বেলা ১১.০০ ঘটিকায় মাননীয় বিমান ও পর্যটন মন্ত্রী বরাবরে জেলা প্রশাসক, সিলেট এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট এর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহের, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ মাসুদ আহমদ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, সমাজ কল্যাণ সম্পাদক জুমান আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, সহ প্রচার সম্পাদক তারেক মোহাম্মদ রেদওয়ান, সহ যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল আলম কিবরিয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক জাবেদুল ইসলাম দিদার ও সাবেক আন্তর্জাতিক সম্পাদক কাজী মোশাররফ রাশেদ এডভোকেট।
স্মারকলিপির বিষয়বস্তু ঃ আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ বাংলাদেশী প্রবাসীদের পরিচিত সামাজিক সংগঠন “জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ” এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হই। আমরা চরম উদ্ভেগের সাথে আপনাকে জানাচ্ছি যে, বিগত কয়েক বৎসর যাবত বিশ্বব্যাপী বিমানের ভাড়া কিছুটা বৃদ্ধি পেলেও মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশ বিমানের ভাড়া অত্যাধিক হারে বৃদ্ধি করা হয়েছে।
এতে করে দেশের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বিদেশগামীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। উল্লেখ করা আবশ্যক যে, প্রতি বছর আমাদের প্রবাসীরা দেশে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রেরণ করে থাকেন, যাহা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
উক্ত প্রবাসীদের প্রেরিত বৈদেশিক মুদ্রার মধ্যে অধিকাংশই মধ্যপ্রাচ্যের প্রবাসীরা প্রেরণ করে থাকেন। তাছাড়া মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের বেশিরভাগই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্য। তাঁরা বিভিন্নভাবে ধার-কর্জ করে কিংবা জায়গা জমি বিক্রি করে আয় রোজগারের আশায় মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে গমন করেন এবং তাদের নিজেদের পরিবারের তথা দেশের অর্থনীতিতে অবদান রাখেন। তাছাড়া বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে আমাদের প্রবাসীরা কাজের ও আয়-রোজগারের অভাবে নিদারুন অর্থ কষ্টের মধ্যে প্রবাসে দিনাতিপাত করছেন।
এমতাবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের ভাড়া হ্রাস করা একান্ত আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। অতএব মহোদয় সমীপে নিবেদন এই যে, উপরোক্ত অবস্থা বিবেচনাক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলাচলকারী সর্ব রোটে বিমান ভাড়া কমানো ও বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের ভাড়া হ্রাস করার পক্ষে যেন মহোদয়ের সদয় মর্জি হয়।
স্মারকলিপি প্রদানের পর উপস্থিত জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কাকলী শপিং সেন্টার থেকে কেন্দ্রীয় কার্যালয় পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নতুন কার্যালয়ের স্থান নির্ধারণ করে আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ জানানো হবে।
এবিএ/০৫ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি