সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২
বিনোদন ডেস্ক:: চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, ‘পর্দায় যেমন ভয় দেখাই, বাস্তবেও ভয় দেখাতে জানি। সুতরাং ভয় দেখিয়ে লাভ নেই। শিল্পীরা ভয় পায় না। যতবারই শিল্পীদের ভয়-ভীতি দেখিয়ে দমানোর চেষ্টা করা হয়েছে ততবারই শিল্পীরা গর্জে উঠে প্রতিহত করেছেন।
ক’দিন আগে শাপলা মিডিয়ার অফিসে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করে। এরই প্রতিবাদে আজ বুধবার দুপুরে এফডিসিতে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে এমনই হুঙ্কার দেন এই চিত্রনায়ক। জায়েদ খান তার বক্তব্যে আরও বলেন, ‘এই হামলার বিচার চাই। যদি এর বিচার না হয় তবে আমরা এফডিসির গেটে কঠোর কর্মসূচি পালন করব। দরকার পড়লে সংগঠন থেকে রাজপথে নামব।’
৭-৮ দিনের মধ্যে অপরাধীদের খুঁজে বের করার দাবি জানিয়ে শিল্পী সমিতির এই সাধারণ সম্পাদক বলেন, ‘শুধু আজ আমরা প্রতিবাদ জানাচ্ছি ভাবলে ভুল হবে। যত দিন না তদন্ত শেষে বিচার হবে আমরা সক্রিয় থাকব। দরকার হলে এফডিসির কার্যক্রম বন্ধ হবে। তারপরও মাস্তান বা সন্ত্রাসীদের জায়গা এখানে হবে না। দ্রুত বিচারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, র্যাব ও পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।’
শাপলা মিডিয়া অফিসে হামলার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে এফডিসির পরিচালক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। আরো ছিলেন মিশা সওদাগর, চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, আলেকজান্ডার বো, সিমলা ও অঞ্জনা প্রমুখ। শাপলা মিডিয়ার অফিসে হামলার প্রতিবাদ জানিয়ে নায়ক বাপ্পী চৌধুরী বলেন, এই প্রডাকশন হাউজটি যদি বন্ধ হয়ে যায় ক্ষতিটা ইন্ডাস্ট্রির ও দেশের হবে। তাই দ্রুত হামলাকারীদের বিচার হোক।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি