সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: পঞ্চম ধাপে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন। বাকি ৩টির মধ্য ২টি স্বতন্ত্র প্রার্থী ( বিএনপি) ও ১টি আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন।
উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মিছলু আহম্মেদ চৌধুরী (ঘোড়া), ২ নম্বর ভূনবীর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুর রশিদ (নৌকা), ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নে আবু স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) মো. দুধু মিয়া (ঘোড়া), ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) ইয়াসিন আরাফত রবিন (ঘোড়া), ৫ নম্বর কালাপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুল মতলিব (নৌকা), ৬ নম্বর আশীদ্রোন ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী রনেন্দ্র প্রসাদ বর্ধন (নৌকা), ৭ নম্বর রাজঘাট ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বিজয় বোনার্জী (নৌকা), ৮ নম্বর কালিঘাট ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী প্রানেশ গোয়ালা (নৌকা) ও ৯ নম্বর সাতগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী দেবাশীষ দেব (নৌকা)।
উপজেলার ৯টি ইউনিয়নে ১০০টি কেন্দ্রে ৫৩০ বুথে বুধবার এই ভোটগ্রহণ হয়। নির্বাচনে নয়টি ইউরিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্য ৯জন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। বিদ্রোহী প্রার্থী ১০ জন ও স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২৫ জন।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি