সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২
অনলাইন ডেস্ক :: গবেষণাগারে ‘কৃত্রিম সূর্য’ তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা যে খবর পুরনো। নতুন খবর হলো চীনের ওই কৃত্রিম সূর্য ৭ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন করছে, যা আসল সূর্যের প্রায় পাঁচ গুণ বেশি।
সম্প্রতি এক পরীক্ষায় এই প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। শুধু তাই নয়, কৃত্রিম সূর্যের এই তাপ প্রায় ১৮ মিনিট পর্যন্ত ধরে রাখতে সফল হয়েছেন তারা।
মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস, ব্রিটিশ গণমাধ্যম দ্য সান ও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের তৈরি ‘কৃত্রিম সূর্য’ ৭ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপে ১৭ মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত বিকিরণ করে। অথচ মূল সূর্যের কেন্দ্র দেড় কোটি ডিগ্রি সেলসিয়াসের মতো তাপ ছড়াতে পারে।
চীনের সংবাদ সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের আনহুই প্রদেশের হফেই শহরের এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপারকন্ডাক্টিং টকামাক (ইএএসটি) নামের নিউক্লীয় ফিউশন চুল্লিতে ‘কৃত্রিম সূর্য’ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন গবেষকরা।
ইএএসটি গবেষণাগার চীনের তৈরি। তবে ২০০৬ সাল থেকে বিশ্বের নানা দেশের বিজ্ঞানীরা সেখানে গবেষণা করেন। ১০ হাজারের বেশি চীনা এবং বিদেশি বিজ্ঞানীদের গবেষণার ফসল এই কৃত্রিম সূর্য। এই প্রকল্পে চীন এরইমধ্যে ৭০ কোটি ১০ লাখ ব্রিটিশ পাউন্ড খরচ করেছে বলে দ্য সানের প্রতিবেদনে দাবি করা হয়েছে। আগামী জুন পর্যন্ত এ ব্যাপারে গবেষকরা পরীক্ষা চালাবেন বলে জানা গেছে।
মানুষের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার পরিবেশবান্ধব উৎস তৈরিই ‘কৃত্রিম সূর্য’র মূল লক্ষ্য। ২০৪০ সাল থেকে এই ‘কৃত্রিম সূর্য’ তাপ উৎপাদন শুরু করবে বলে আশা করছেন গবেষকরা।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
যুগান্তর
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি