এবার লাইভে সায়েরা রেজা

প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২

এবার লাইভে সায়েরা রেজা

 বিনোদন প্রতিবেদন :: প্রবাস জীবন থেকে সম্প্রতি ফিরেছেন সুফি-ফোক গানের আলোচিত শিল্পী সায়েরা রেজা। দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন গান নিয়ে। সেই ধারাবাহিকতায় ৬ জানুয়ারি চ্যানেল টোয়েন্টিফোরের লাইভ গানের অনুষ্ঠানে রাত ১১টায় গাইবেন তিনি।

বছরের প্রথম দিন চ্যানেল আই তে তারকাকথন, বিটিভিতে গান আলাপন অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। আগামী ৮ জানুয়ারী গাইবেন এশিয়ান টিভিতে। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর টিভি, রেডিওর পাশাপাশি লাইভ কনসার্টগুলোতে দারুণ ব্যস্ত রয়েছেন তিনি।

সায়েরা রেজার বছর শুরু হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্র দেবের সঙ্গে রাজশাহীতে বড় একটি কনসার্টে পারফর্মের মাধ্যমে। এছাড়া ৩ জানুয়ারী অংশ নেন জামালপুরের মাদারগঞ্জে। দুটি লাইভ কনসার্টে দর্শকদের ভালোবাসা তাকে আবেগাপ্লুত করে তোলে।

সায়েরা রেজা বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের মানুষজন যে আমাকে এভাবে চেনেন ,বিষয়টি ভেবে সত্যি অবাক হয়েছি আমি। অল্প সময়ের সংগীত জীবনে শ্রোতাদের কাছে থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমার সংগীত জীবনের বড় পাওয়া।’

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
যুগান্তর