সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২
সিলনিউজ ডেস্ক:: আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
তিনি বলেন, একটা জাতিকে আস্তাকুঁড় থেকে উঠিয়ে পৃথিবীর মাঝখানের একটা অবস্থানে বসানো যায়? সেটাই দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ মানুষের কল্যাণে, বাঙালির কল্যাণে, বাঙালির প্রয়োজনে, বর্গির হাত থেকে বাংলাদেশকে রক্ষার প্রয়োজনে আমাদের উচিৎ হবে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়ানো। আমি আশা করি, নারায়ণগঞ্জবাসী সেই দায়িত্বটুকু পালন করবেন।
বুধবার বিকালে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি আনিছুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, যারা আমাদের শত্রু, তারাও বলে উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন কেন হয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজলে দেখা যাবে নেতৃত্বের ধারাবাহিকতা। ঠান্ডা মাথায়, যোগ্য নেতৃত্বে এক টানা ১৩ বছর কাজ করার সুযোগ পেয়েছে বলেই সম্ভব হয়েছে। এজন্য কৌশল অবলম্বন করতে হয়েছে, অর্থনীতিকে উন্নয়ন করতে হয়েছে।
‘তাহলে আমরা কেন আমাদের নেত্রীর পাশে আমরা দাঁড়াব না। এই নেত্রী যদি ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে আরও কিছুদিন কাজ করার সুযোগ পান, তাহলে দেশের মানুষের কল্যাণ হবে, সাধারণ মানুষের মঙ্গল হবে। সকলের কথা চিন্তা করে শেখ হাসিনার পাশে দাঁড়ান।’
আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কাশেম হুমায়ন, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম তপু, বিকেএমইএ’র সাবেক সহসভাপতি মাসুদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দীপু, রুমন রেজা, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম প্রমুখ।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
যুগান্তর
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি