আমেরিকায় সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আট শিশুসহ নিহত ১৩

প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২

আমেরিকায় সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আট শিশুসহ নিহত ১৩

আন্তর্জাতিক নিউজ :: আমেরিকায় সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আট শিশুসহ নিহত ১৩

আমেরিকায় সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আট শিশুসহ নিহত ১৩

আমেরিকার একটি সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আট শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় বুধবার সকালে আমেরিকার ফিলাডেলফিয়া শহরে এ ঘটনা ঘটে।
নগরীর অগ্নিনির্বাপন বিভাগ জানিয়েছে, সকাল ৬টা ৪০ মিনিটে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা তিন তলা ভবনটির দ্বিতীয় তলায় ভয়াবহ আগুন দেখতে পান। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫০ মিনিট সময় লেগেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, এনবিসি ও সিবিএস জানিয়েছে, নগরীর ফেয়ারমাউন্ট এলাকায় অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন শিশু রয়েছে।

স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ভবনটি ফিলাডেলফিয়া হাউজিং কর্তৃপক্ষের মালিকানাধীন। সূত্র: রয়টার্স, সিএনএন, এএফপি

 

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি প্রতিদিন