শ্রীমঙ্গলে পুকুরে সাঁতার কাটতে গিয়ে যুবকের সলিল সমাধি

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

শ্রীমঙ্গলে পুকুরে সাঁতার কাটতে গিয়ে যুবকের সলিল সমাধি

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরে সাঁতার কাটতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) শহরতলীর মিশন রোডের সোনা মিয়া সড়কের আলাবক্স মসজিদের পুকুরে মোঃ শাকিল আহমেদ নামের এক যুবক ুপুরে সাঁতার কাটতে নামে। সাঁতার কেটে পুকুরের ওপারে গিয়ে ফিরে আসার সময় মাঝ পুকুরে ডুবে যায়। তখন স্থানীয়রে সহায়তার পুকুরে খোঁজাখুঁজি করে যুবককে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবক শ্রীমঙ্গলের মাশা আল্লাহ মানিক ষ্টোরের মালিক ও শ্রীমঙ্গল পৌর যুবলীগের (৮নং ওয়ার্ড) শাখার সভাপতি মোঃ মানিক আহমদের ছোট ভাই ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের লাশটি ময়নাতদন্ত ছাড়াই াফন করার আবেন করেছেন তার পরিবার। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে তাই পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না করায় আইনুসারে লাশ াফনের অনুমতি নে জেলা ম্যাজিস্ট্রেট ৷

এ সংক্রান্ত আরও সংবাদ