সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২
সিলনিউজ ডেস্ক:: বঙ্গোপসাগরে বাংলাদেশের একান্ত অর্থনৈতিক অঞ্চলে ২২০ প্রজাতির সি-উইড বা শৈবালের অস্তিত্ব পেয়েছে বাংলাদেশ। এসব সি-উইড বা শৈবাল আহরণের মাধ্যমে দেশে মাছের খাদ্য, পশুর খাদ্য ও বিভিন্ন টয়লেট্রিজ কাঁচামাল উৎপাদনের পাশাপাশি বিদেশে রফতানির সম্ভাবনা দেখা দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘গ্যাস হাইড্রেন্ট ও সামুদ্রিক জেনেটিক সম্পদের ওপর গবেষণার ফলাফল’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই সুখবর দেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রতিনিধিসহ নেদারল্যান্ডস ভিত্তিক গবেষকরা গত দুই বছরে বাংলাদেশের সমুদ্র এলাকায় গবেষণা কার্যক্রমের ভিত্তিতে এ ফলাফল পেয়েছেন। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস এ গবেষণায় সহায়তা করেছে।
বুধবারের এই সংবাদ সম্মেলনে জানানো হয়, গবেষণালব্ধ ফলাফলে প্রতীয়মান হয় যে বাংলাদেশে প্রাপ্ত বহু সংখ্যক প্রজাতির সি-উইডের মধ্যে কয়েকটি প্রজাতির ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। যা বাংলাদেশের সুনীল অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে। বাংলাদেশে প্রাপ্ত নির্দিষ্ট প্রজাতির সি-উইড পাঁচটি ইন্ডাস্ট্রিয়াল চিহ্নিত করা হয়েছে।
১) মাছের খাদ্য: বাংলাদেশে প্রাপ্ত কিছু প্রজাতির সি-উইডে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে, যা মাছের খাদ্যের প্রোটিনের উৎস হিসেবে ব্যবহৃত হতে পারে এবং এটি আমদানি করা পিস ওয়েলের বিকল্প হতে পারে; যার বাজার অত্যন্ত ব্যাপক।
২) পশুর খাদ্য: গবেষণায় প্রাপ্ত কিছু সি-উইডে প্রচুর পরিমাণ ফ্যাটি এসিড রয়েছে, যা পশুর খাদের মান বৃদ্ধিতে ও প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
৩) ফুড এডিটিভ : প্রাপ্ত সি-উইডে প্রচুর পরিমাণে আগার-আগার রয়েছে। এটি বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে, যা আমদানি করা হয়ে থাকে।
৪) বাল্ক কসমেটিক ইনগ্রিডিয়েন্ট : এ প্রজাতির সি-উইড থেকে বাংলাদেশ কসমেটিক ইন্ডাস্ট্রিতে কাজে লাগাতে পারবে, যা দেশের বাইরে থেকে প্রচুর পরিমাণে আমদানি করা হয়ে থাকে।
৫) হাই ভ্যালু কসমেটিক ইনগ্রিডিয়েন্ট : প্রাপ্ত সি-উইডের মাধ্যমে স্কীন কেয়ার প্রোডাক্টসহ বহুবিধ কসমেটিক প্রোডাক্ট তৈরিতে ব্যবহার করার সুযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশে পশুখাদ্যের মোট বাজার ১৬ হাজার কোটি টাকার। মাছের খাদ্য ৫ হাজার এবং প্রসাধন সামগ্রীর বাজার হচ্ছে ৭ হাজার কোটি টাকা। আমরা যদি সি-উইড ব্যবহার সঠিকভাবে করতে পারি তাহলে এ পরিমাণ পণ্যের উৎপাদন আমাদের দেশেই সম্ভব।’
সি-উইড কাজে লাগাতে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সি-উইড চাষের মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় জনগণের জন্য সহজ ও নিরাপদ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সক্ষম, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক নারীকর্মীর সহজ কর্মসংস্থান হতে পারে। এ প্রেক্ষিতে আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে আগ্রহী ও যোগ্য শিল্প প্রতিষ্ঠান, উদ্যোক্তাকে বাংলাদেশের সি-উইডের সম্ভাবনাময় বিবিধ খাতে কার্যকরী বিনিয়োগ ও অংশগ্রহণ করানো।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়াল অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম সংবাদ সম্মেলনে জানান, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে সামুদ্রিক সি-উইড থেকে বাণিজ্যিক উৎপাদন ও পরিচালনার জন্য হ্যাচারি, ফার্মিং, প্রসেসিং প্ল্যান্ট এবং ইন্ডাস্ট্রিয়াল এপলিকেশনের প্রয়োজন হবে।
এ সময় তিনি জানান, এ কার্যক্রম সফল করতে যোগ্য শিল্প প্রতিষ্ঠান বা উদ্যোক্তাকে প্রয়োজনীয় সহায়তা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এবিএ/০৬ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি