শ্রুতি’র ঐতিহ্যবাহী পিঠা উৎসব আগামীকাল আসছেন জনপ্রিয় শব্দশিল্পী শারমিন লাকী

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২

শ্রুতি’র ঐতিহ্যবাহী পিঠা উৎসব আগামীকাল আসছেন জনপ্রিয় শব্দশিল্পী শারমিন লাকী

সিলনিউজ ডেস্ক::  হিম হিম কুয়াশার আবরণে ষড়ঋতুর পরম্পরায় বাংলার প্রকৃতিতে আজ ফিরে এসেছে পিঠা উৎসব। বাঙালির ঘরে ঘরে পিঠা উৎসব শুরু হয় অগ্রহায়নের শুরু হতে। পিঠা উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐহিত্য ও সংস্কৃতি।

প্রতিবারের মত আগামীকাল শুক্রবার(০৭ জানুয়ারি) সুবিদবাজারস্থ ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শ্রুতি সিলেট আয়োজন করেছে ঐতিহ্যবাহী পিঠা উৎসব ১৪২৮ বাংলা। দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করবেন সিলেটের মাননীয় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেবজিৎ সিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার সিলেট। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিতোষ ঘোষ অতিরিক্ত পুলিশ কমিশনার সিলেট, ফয়সাল মাহমুদ উপ পুলিশ কমিশনার এস এম পি,নিরাজ কুমার জয়সওয়াল,সহকারী হাই কমিশনার,ভারতীয় হাই কমিশন সিলেট,বিশিষ্ট উপস্থাপক এবং শব্দশিল্পী শারমিন লাকী, নজরুল গবেষক এবং শিল্পী ড. প্রদীপ কুমার নন্দী, সংগীতশিল্পী ইরাবতী মন্ডল, বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের যুগ্ম সদস্য সচিব আবু নাসের মানিক,মুহাম্মদ মুজাহিদুল ইসলাম,বাউল শিল্পী প্রমুখ। দিনব্যাপী আয়োজনে সমবেত পরিবেশনায় অংশ নেবেন। রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ,গীতবিতান বাংলাদেশ,দ্বৈতস্বর,পাঠশালা,ছন্দনৃত্যালয়,নৃত্যশৈলী,নৃত্যরথ,অন্বেষা, ভাবুক,মুক্তাক্ষর,ললিত মঞ্জরী,গীতসূধা,শ্রুতি আবৃত্তি বিভাগ,সুরসপ্তক,সংগীত নিকেতন,অনির্বান,সুরের ভূবন, থিয়েটার একদল ফিনিক্স প্রমুখ।

এবিএ/০৬ জানুয়ারি