সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২
সিলনিউজবিডি ডেস্ক :: বছরের শুরুতেই করোনা আক্রান্ত হন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। এমন খবরে তার থেকে আলাদা হয়ে যান সঙ্গে থাকা স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তার কন্যা আইরা তেহরীম খান। এবার আইরাও আক্রান্ত হলেন করোনায়। বর্তমানে মায়ের সঙ্গে কলকাতায় রয়েছেন আইরা।
আজ বৃহস্পতিবার বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন মিথিলা নিজেই। মিথিলা বলেন, ‘আইরার গেল তিন দিন জ্বর থাকার পর পরীক্ষা করালে গতকাল বুধবার করোনা পজিটিভ ধরা পড়ে। তবে আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করায় এখন বেশ ভালো আছে।’
এদিকে, করোনায় আক্রান্ত মেয়ে আইরা ও স্বামী সৃজিত মুখার্জির বর্তমান অবস্থা নিয়ে এ অভিনেত্রী জানান, ‘দু’জনই এখন আগের চেয়ে ভালো আছেন। তারা যাতে দ্রুত সুস্থতা লাভ করে সেজন্য সবাই দোয়া করবেন।’
তিনি জানান, বর্তমানে স্বামী এবং কন্যা দু’জনের কাছ থেকেই আলাদা থাকছেন। তবে দূর থেকেই তিনি তাদের খাবার ও ওষুধ দিচ্ছেন। তার বিশ্বাস দ্রুতই স্বামী সৃজিত ও কন্যা আইরা করোনামুক্ত হবেন।
সূত্র : বিডি-প্রতিদিন
সাকিব আহমেদ / ০৬ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি