ছাত্র ইউনিয়ন নেতা হাবীবুজ্জামান চুনীর মৃত্যুতে শোক

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

ছাত্র ইউনিয়ন নেতা হাবীবুজ্জামান চুনীর মৃত্যুতে শোক

অনলাইন ডেস্ক :;

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় কমিটির সদস্য হাবীবুজ্জামান চুনীর অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী জেলা ও মহানগরের সাবেক নেতারা।

হাবীবুজ্জামান চুনী ৫ জুলাই ম্যাসিভ হার্ট এ্যাটাক করে কানাডায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, এক কন্য ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

তার মৃত্যুতে রাজশাহী জেলা ও মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক নেতারা শোক বার্তায় বলেন, চুনী শুধুমাত্র অসাম্প্রদায়িক প্রগতিশীল সমাজ সচেতন মানুষই ছিলেন না, তিনি তার সময়ের একজন অবিসংবাদিত সংগঠক ছিলেন।

তিনি স্বপ্ন দেখতেন দিন বদলের ও শোষণহীন সমাজের এবং অসংখ্য তরুণকে স্বপ্ন দেখাতেন। তিনি ছিলেন আজন্ম যোদ্ধা। তার মৃত্যুতে আমরা শোষণহীন সমাজের একজন অদম্য মানুষকে হারালাম।

হাবিবুজ্জামান চুনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র ছিলেন। স্কুলজীবন থেকেই ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত হয়েছিলেন তিনি।

হাবীবুজ্জামান চুনীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ওয়াহিদা মল্লিক জলি, আজম মাসুদ, মনিরুজ্জামান, শরীফুল ইসলাম বাবু, শহীদুল ইসলাম, মাহফিজুর রহমান রনি, শ্যামল কুমার ঘোষ, মাহফুজুল ইসলাম লিটন, দেবব্রত সরকার তপন, গৌতম লাহিড়ি, শফিকুল ইসলাম শিবলী, এহসানুল আমিন ইমন, হাফিজ উদ্দিন পিন্টু, দেবাশীষ সাহা, হিরো চৌধুরী, শাহজাহান আলী পিয়াস, সোহেল আকতার সুইট, উজ্বল ঘোষ, অজিত কুমার ঘোষ, অমিতাভ ভট্টাচার্য, এসএম তারিক আমিন সঙ্গী, দীনেশ প্রমাণিক, পাপেল আহমেদ, সুদীপ্ত রায় চৌধুরী, মনিরুজ্জামান মানিক, ফেরদৌস আহমেদ উজ্বল, কামরুজ্জামান রানা, ওয়ালিদ আদনান নাহিদ, মাহফুজুর রহমান ডন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ