হাসপাতালে কুয়েতের আমির, ক্ষমতায় ক্রাউন প্রিন্স

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

হাসপাতালে কুয়েতের আমির, ক্ষমতায় ক্রাউন প্রিন্স

অনলাইন ডেস্ক :

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে আলজাজিরা জানিয়েছে, শেখ সাবাহ আল-আহমদ সুস্থ রয়েছেন। হাসপাতালে ভর্তির পর তিনি বেশকিছু ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করাবেন।

৯১ বছর বয়সী এ শাসকের অসুস্থতার কারণে এখন সাময়িকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন তারই বৈমাত্রেয় ভাই ও দেশটির ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহ।

আলজাজিরা বলছে, রাজ পরিবার থেকে নির্দেশনা দেয়ার পরই ক্রাউন প্রিন্সের হাতে সাময়িকভাবে দ্বায়িত্ব অর্পন করা হয়েছে।

শেখ সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র সফরের সময় সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ