সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২
স্পোর্টস ডেস্ক :: নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয়ের আনন্দ বয়ে গেছে দেশার অজোপাড়া গ্রামেও। কিউদের মাঠে এই প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ।
অতীতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩২ ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে এবারের সফরে মাউন্ট মঙ্গানুই টেস্ট বুধবার অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর এক জয় পেয়েছে বাংলাদেশ।
মুমিনুল হক সৌরভের নেতৃত্বাধীন দলের এমন নান্দনিক জয়ের পর জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, স্বপ্ন সত্যি হলো। এ সফর নিয়ে আমরা খুব পরিশ্রম করেছি। দলটা অভিজ্ঞ নয়, অনেক তরুণ খেলোয়াড় আছে কিন্তু ওরা নিজেদের কাজটা করতে পেরেছে।
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্পার্ক স্পোর্টকে ৫০ বছর বয়সী সাবেক এই অলরাউন্ডার আরও বলেন, ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে আমরা ভালো খেলিনি। কোয়ারেন্টিনে থাকতে দলের সবাইকে একটি বিষয় বলেছি “কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে বলতে হবে, হ্যাঁ আমরা পারি।’
তিনি আরও বলেন, ছেলেরা খুব পরিশ্রম করেছে। আমার মনে হয়, এবার আগেভাগে এসে এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে অনুশীলন করায় লাভবান হয়েছি। ব্যাটিংয়ে কী হতে পারে এবং কোথায় বল করতে হবে, তা বুঝেছে দল। মাঠে তার প্রয়োগটা দারুণ ছিল।
খালেদ মাহমুদ বলেন, প্রথম ইনিংসে বোলিংয়ে শৃঙ্খলা ছিল না। অনেক হাফ ভলি ও খাটো লেন্থে বল করেছে। পরে তারা নিখুঁতভাবে নিজের কাজটা করেছে।
সূত্র : যুগান্তর
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি