ওসমানীর ল্যাবে আরও ৮৯ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

ওসমানীর ল্যাবে আরও ৮৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :;

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (১৯ জুলাই) এই ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় এই ৮৯ জনের করোনা শনাক্ত হয়।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৫০ জন, হবিগঞ্জের ৮ হন, মৌলভীবাজারের ২৭ জন ও সুনামগঞ্জ জেলার ৪ জন রোগী রয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। এদিন মোট মোট ১৯২টি সংগ্রহ করা হয় বলে জানা যায়।

একইদিন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এদিন শাবির ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষায় এই ৬০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৬০ জনের মধ্যে সুনামগঞ্জের ৪০ জন ও সিলেটের ২০ জন রোগী।

এ সংক্রান্ত আরও সংবাদ