কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের ১ম সভায় ৩ জন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২

কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের ১ম সভায় ৩ জন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

সিলনিউজ ডেস্ক:: সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে, কার্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল মনাফ এর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব তপন মজুমদারের পরিচালনায় প্রথমেই নিজ নিজ দায়িত্ব গ্রহণ, মিলাদ ও দোয়া মাহফিল পরে ৩ জন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ১নং প্যানেল চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হয়। এতে ২নং ওয়ার্ডের মেম্বার শাহীন আহমদ ও ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ কাছা মিয়া প্রতিদ্বন্ধিতা করে ২নং ওয়ার্ডের মেম্বার শাহীন আহমদ ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। ২নং প্যানেল চেয়ারম্যান ৫নং ওয়ার্ডের মেম্বার মো: মুহিবুর রহমান এবং ৩নং প্যানেল চেয়ারম্যান ৭,৮ ও ৯ সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার মোছাঃ রুমা আক্তার।
এসম উপস্থিত ছিলেন, ৪, ৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার খোশতেরা বেগম, ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ ইউসুফ আলী, ৩নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল, ৪নং ওয়ার্ডের মেম্বার সাবাজ আহমদ, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল্লাহ আল মামুন, ৮নং ওয়ার্ডের মেম্বার মুক্তাদির আহমদ, ৯নং ওয়ার্ডের মেম্বার মুজাম্মিল আহমদ, ১, ২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার ফারজানা আক্তার জেবিন।
সভায় আমন্ত্রীতো অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, বিশিষ্ট মুরব্বী আব্দুর রহমান, কয়েকবারের সাবেক মেম্বার আব্দুল জাহির, বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল মান্না, সাবেক মেম্বার আব্দুল লতিফ, লালা, সমাজসেবী ওয়ারিছ আলী, হাজী কলমদর আলী প্রমূখ। দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ আলীম মাদ্রসার সাবেক প্রিন্সিপাল মাওলানা তজমুল আলী।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল মনাফ আল্লাহ তায়ালার শোকরিয়া আদায় করে বলেন, আমি ইউনিয়নের সকল নাগরিকদের কাছে কৃতজ্ঞ। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি সর্বদা চেষ্টা করবো যথা যথ ভাবে সেবার মন মানষিকতা নিয়ে কাজ করার। এই ইউনিয়নের উন্নয়ন কাজে কোন ধরণের কার্পণ্য করবোনা। সরকারের দেওয়া সকল বরাদ্ধ জনগণের দোরগোড়ায় পৌছিয়ে দেবো ইনশা আল্লাহ। ইউনিয়নের সকল গুণীজন ও সম্মানিত নাগরিকবৃন্দের সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

 

সুত্র : যুগান্তর নয়া দগিন্ত

এ সংক্রান্ত আরও সংবাদ