সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২
বিনোদন প্রতিবেদন :: ২০১৬ সালে ক্ষুদে গানরাজের চূড়ান্ত পর্যায়ে থাকা সঙ্গীতশিল্পী হুমায়রা ঈশিকা। চলতি বছর তার শিক্ষা জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বছর।
কারণ এ বছর তিনি এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। গেল বছর বেশ কয়েকটি নাটকে তার গান গাওয়ার সুযোগ হয়েছে। তবে চলতি বছরটা গানের দিক দিয়েও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ আর কিছুদিনের মধ্যেই তার মৌলিক গান প্রকাশ হতে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন থেকে।
গানের শিরোনাম ‘অনেক ভালোবাসি’। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর সঙ্গীত করেছেন আদিব কবির। এতে ঈশিকার সহশিল্পী মাহতিম শাকিব। জানুয়ারি মাসেই গানটি ইউটিউবে প্রকাশ পাবে। গানটি নিয়ে আশাবাদী এই শিল্পী। এরইমধ্যে ঈশিকা প্রথমবারের মতো একটি দেশের গানেও কণ্ঠ দিয়েছেন।
গানটির শিরোনাম হলো ‘প্রাণের বাংলাদেশ’। গানটি লিখেছেন জসীম উদ্দিন, সুর সঙ্গীত করেছেন তন্ময় মাহামুদুল। এছাড়াও তিনি আরিফুল ইসলাম মামুনের লেখা ও রূপন চৌধুরীর সুর সঙ্গীতে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন।
এতে তার সহশিল্পী তৌসিফ। গেলো বিজয় দিবসে ঈশিকাসহ অনেকের কণ্ঠে প্রকাশিত হয় বিজয় দিবসের বিশেষ গান ‘লাল সবুজের ফেরিওয়ালা’। গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর করেছেন শোভন রায়। নাটকের গানের মধ্যে ঈশিকার গাওয়া গান হচ্ছে- সুইপার নাটকের হবেই জয়, আমাদের বিয়ে নাটকের ছুঁয়ে দেব আদরে, দ্য টিচার নাটকের একটি গান। গানগুলো শ্রোতা দর্শকের মন ছুঁয়ে গেছে।
ঈশিকা গান শিখেছেন প্রথম আব্দুল আউয়ালের কাছে। এরপর তিনি সামিনা চৌধুরী, এসআই টুটুলের কাছেও তালিম নিয়েছেন। উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছেন তিনি ওস্তাদ ইয়াকুব আলী খানের কাছে। গান নিয়ে ঈশিকা বলেন, গান নিয়ে অনেকদূর যেতে চাই।
শ্রোতাদের সুন্দর গান উপহার দিতে চাই। স্বপ্ন একটাই-সবাই যেন আমার গান দিয়ে আমাকে চিনেন, জানেন। আমার ছোট্ট এই জীবনে অল্প হলেও সুন্দর কয়েকটি গান যেন থাকে। স্বপ্ন রয়েছে সিনেমায় গান করার। এদিকে ঈশিকা বাংলাদেশ টেলিভিশনের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রচারিত বিশেষ গান সুবর্ণ ৫০-এ কণ্ঠ দিয়েছিলেন। এর ভিডিও চিত্রায়নেও ছিলেন তিনি।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
যুগান্তর
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি