রাজধানীর আরএস টাওয়ারে ভয়াবহ আগুন

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২

রাজধানীর আরএস টাওয়ারে ভয়াবহ আগুন

সিলনিউজবিডি ডেস্ক :: রাজধানীর গ্রিন রোডে আরএস টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ১৪ তলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ফায়ার ফাইটার আবদুল মোমেন যুগান্তরকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে চারটি ইউনিট গেছে। তারা আগুন নেভাতে কাজ করছেন। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তিনি আরও বলেন, কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

সূত্র : যুগান্তর

সাকিব আহমেদ / ০৭ জানুয়ারি