সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২
সিলনিউজবিডি ডেস্ক ::শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে এক কেন্দ্রে শত ভাগ ভোট ও কয়েকটি কেন্দ্রে জোর করে ফলাফলের কাগজে স্বাক্ষর অভিযোগ উঠেছে। এছাড়া নির্বাচন শুরুর প্রথম থেকেই ভোটারদের বাধা প্রদানসহ কয়েকটি অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন খান।
শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ডিঙ্গামানিক ইউনিয়নের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনে করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন চলাকালীন সময় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকতারা প্রথম থেকেই আমার এজেন্টদের কে বিভিন্ন ভাবে ছোট করতেন। তাদের সাথে খারাপ ব্যহার করেছেন। ভোট চলাকালীন সময় কয়কটি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছেন।
বিশেষ করে ৩ নং দেওয়াজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়। এই কেন্দ্রে ভোট বক্স খোলা থেকে শুরু করে শেষ গণনা পর্যন্ত কয়েক দফা আমার এজেন্টদের বের করে দেয়। তাদেরকে জোর করে ফলাফল সিটে স্বাক্ষর দেওয়ার জন্য কিন্তু তা তারা দেয়নি। ওই কেন্দ্র ভোটার সংখ্যা ২২২৬ এবং ভোট গ্রহণের সংখ্যাও ২২২৬। আমার প্রশ্ন ওই কেন্দ্র মৃত ভোটারের সংখ্যা প্রায় ১০০ জন এবং দেশের বাহিরে রয়েছে ৩০০ উপর। এছাড়া ঢাকাসহ বিভিন্ন জেলায় রয়েছে প্রায় ২০০ জন ভোটার। তাহলে এই ভোটগুলো কে দিল। আমি এই ব্যাপারে ৮ টি কেন্দ্রের পুনরায় গননা ও ৩ নং ওয়ার্ডে দেওয়াজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাই।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন বলে জানান, আনারস প্রতিকের প্রার্থী আনোয়ার হোসেন খান।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি