ঈদ বিনোদনে কাজী রাসেলের ১০ গান

প্রকাশিত: ৩:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২০

ঈদ বিনোদনে কাজী রাসেলের ১০ গান

 

বিনোদন ডেস্কঃ তরুণ ব্যবসায়ী কাজী রাসেল গানের নেশায় পাগল হয়ে লিখেছেন শতাধিক গান। মনের মত করে সেই গানে দিয়েছেন মন জুড়ানো নতুন সুর। অল্পদিনেই নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল গীতিকার হিসাবে পরিচিতি পেয়েছেন  কাজী রাসেল। কাজী রাসেল ছাতক পৌরসভার ৩নং ওয়ার্ডের নোয়ারাই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি শখের বসে অবসর সময়ে বাসায় বসে দোকানে বসে নিজের মনের কথাগুলো কাগজে লিখে লিখতে লিখতে মোটামুটি অনেক গান লিখেছেন তরুণ এই লেখক।তার লেখনীতে প্রকাশ পেয়েছে প্রেম/ভাব বিচ্ছেদ, দেহতত্ত্ব, গুরুতত্ত্ব,।মনে প্রাণে বুকে ধারণ করছেন বাউলিয়ানা।বলা চলে সিলেটের আদী ঐতিহ্যকে লালন করেন মনে প্রাণে। কাজী রাসেলের লেখা গান দেখে অনেক শিল্পীরা আগ্রহী হয়ে তার গান গাওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন।ইতিমধ্যে বাউল রাজু মন্ডল একটি গান গেয়েছেন “বন্ধু বেঈমান “এবং ঈদ উপলক্ষে আরো ১ টি গান আহমেদ শাকিল এর গাওয়া “করলি রে বেইমানি ” শিরোনামে রিলিজ হচ্ছে। গানগুলি দেশের স্বনামধন্য অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে মুক্তি পাবে বলে জানিয়েছেন কাজী রাসেল। আরো ছয়টি গানের কাজ চলছে।টাঙ্গাইলের এস রুহুল
আরো দুটি গানে কন্ঠ দেবেন।সিলেটের শিল্পী বিথী রানী নাথ এর কন্ঠেও ধারণ করা হবে কাজী রাসেলের কথামালার সুরগাঁথনী।।আগামী ঈদে গীতিকার ও সুরকার কাজী রাসেলের লেখা ও সুরে সর্বমোট ১০ টি গান শুনতে পাবেন।
উদীয়মান তরুণ এই গীতিকবি সকলের কাছে দোয়া ও ভালবাসা কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ