সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২
সিলনিউজ ডেস্ক:: কক্সবাজারের চকরিয়ায় ব্যবসায়ী মো. লতিফ উল্লাহ হত্যার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে তার স্ত্রী বাদী হয়ে চকরিয়ায় থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় কারও নাম উল্লেখ না করে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। হত্যার চারদিন অতিবাহিত হলেও হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব-নিকাশ করার সময় একদল দুর্বৃত্ত লতিফ উল্লাহকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যবসায়ী নেতা আজিজুল হক বলেন, দিনদুপুরে ব্যবসায়ী হত্যার ঘটনায় চকরিয়ায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
লতিফ উল্লাহর বড় ভাই মো. শরাফত উল্লাহ বলেন, আমরা এখনো অজানা শঙ্কার মধ্যে রয়েছি। চারদিন অতিবাহিত হলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমার ভাইকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। আশা করি স্বল্প সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হবো।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি