ঝালকাঠিতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২

ঝালকাঠিতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলনিউজ ডেস্ক:: ঝালকাঠিতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তারা হলেন- সুমন খান (৪০) ও সম্রাট সিকদার (২৮)।

শুক্রবার রাতে ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রমজানকাঠি এলাকায় অভিযান চালিয়ে গাজা বিক্রির সময় ওই গ্রামের আমির খানের ছেলে সুমন খান (৪০) ও নাসির সিকদারের ছেলে সম্রাট সিকদারকে (২৮) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ডিবির পরিদর্শক মাইনুদ্দিন।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি প্রতিদিন