প্রাইভেটকারের ভেতর থেকে ১০ লাশ উদ্ধার, গ্রেফতার ২

প্রকাশিত: ৬:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২২

প্রাইভেটকারের ভেতর থেকে ১০ লাশ উদ্ধার, গ্রেফতার ২

সিলনিউজ ডেস্ক:: মেক্সিকোতে প্রাইভেটকারের ভেতর থেকে ১০টি মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য জাকাটেকাসে এই ঘটনা ঘটে। খবর বিবিসি’র।

খবরে বলা হয়েছে, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য জাকাটেকাসের গভর্নরের কার্যালয়ের বাইরের চত্বরে একটি এসইউভি গাড়ি ফেলে রাখা হয়। পরে দেশটির কর্মকর্তাদের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ১০টি লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বিবিসির খবরে আরও বলা হয়েছে, রাজ্য গভর্নর ডেভিড মনরিল সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন এ ঘটনায় দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে মেক্সিকোর কেন্দ্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় নিশ্চিত করেছে স্থানীয় তদন্তে সহযোগিতার তারা একটি টিম পাঠাচ্ছে।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

বিডি প্রতিদিন