সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২২
সিলনিউজবিডি ডেস্ক :: বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বি.এম.এ)-এর মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, অত্যন্ত দুঃসময়ে আমার বড় ভাই ইনামুল হক চৌধুরী বীর প্রতীক দুই দুই বার এমপি হয়েছেন- আপনারা ভোট দিয়েছেন বলেই। তিনি আজ আমাদের মাঝে নেই। তার বিদেহী আত্মা যাতে শান্তি পায় এবং তাঁর আত্মা যেনো জানতে পারে সেই এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানানো অার দায়বদ্ধতার জন্য আমি এই এলাকায় ছুটে এসেছি।
শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মোরারবাজারে মেসার্স মাহিন মেডিসিন সেন্টারের উদ্যোগে মাসব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি এবং আমার পরিবার আপনাদের কাছে ভীষণরকম ঋণী, যেকোনো বিষয়ে যদি মনে করেন আমার সহযোগীতার প্রয়োজন তাহলে আমাকে কাজে লাগাবেন, আপনাদের কোনো সহযোগীতা করতে পারলে এটিকে আপনাদের ঋণ শোধ করার একটি সুযোগ হিসেবে মনে করবো।
বিগত জাতীয় সংসদ উপনির্বাচনের পূর্বে আমি আপনাদের মাঝে এসেছিলাম এবং কথা দিয়েছিলাম আমার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যদি আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের জন্য কাজ করবো, এলাকার উন্নয়নের জন্য কাজ করবো, স্বাস্থ্য ব্যবস্থার জন্য কাজ করবো। পাশাপাশি এটাও বলেছিলাম যে, আমার দল যদি আমাকে মনোনয়ন নাও দেয় তারপরেও আমি সুখে-দুঃখে আপনাদের পাশে থাকবো।
ডা. দুলাল আরোও বলেন, আমি নির্বাচনের কাজে এলাকায় আসলে মুরুব্বীরা আমাকে বলতেন সুলতানপুর স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার নেই। আমি তাৎক্ষণিক ভাবে সিলেটের সিভিল সার্জনকে বিষয়টি জানাই। পরে, তিনি এখানে এসে স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করে একজন এম.বি.বি.এস চিকিৎসক পদায়ন করেন।
এসময় মাহিন মেডিসিন সেন্টারের স্বত্বাধিকারী মাহিনুল ইসলাম চৌধুরীর ভূয়সী প্রশংসা করে ডা. দুলাল বলেন, মাহিনের এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। আসুন আমরা সকলে মিলে তার উদ্যোগকে স্বাগত জানাই এবং সহযোগীতা করি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু ও সাংবাদিক তারেক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- মাহিন মেডিসিন সেন্টারের স্বত্বাধিকারী মাহিনুল ইসলাম চৌধুরী, পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম, সানুর আহমদ, রাসেল আহমদ চৌধুরী প্রমুখ।
সাকিব আহমেদ / ০৭ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি