ভার্চুয়াল আদালতে এ পর্যন্ত ৬০ হাজার ৪০৭ জনের জামিন : ৬৯৮ জন শিশু

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

ভার্চুয়াল আদালতে এ পর্যন্ত ৬০ হাজার ৪০৭ জনের জামিন : ৬৯৮ জন শিশু

অনলাইন ডেস্ক :

করোনাকালে ১২ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত সারা দেশে অধস্তন ভার্চুয়াল আদালতে ১ লাখ ২০ হাজার ৯০৪টি জামিন দরখাস্ত নিষ্পত্তি হয়েছে। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন হয়েছে ৬০ হাজার ৪০৭ জনের। এর মধ্যে ৬৯৮ জন শিশু রয়েছে। শিশুদের তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। সুপ্রিমকোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার সাইফুর রহমান রোববার এ তথ্য জানান।

বর্তমানে ৩টি কেন্দ্রে অবস্থান করছে ৮৪০ জন শিশু। ১২ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত কেন্দ্রগুলোয় ৪০৩ জন নতুন শিশু এসেছে। এছাড়া ১২ থেকে ১৬ জুলাই পর্যন্ত চার কার্যদিবসে সারা দেশের অধস্তন আদালতে ৫ হাজার ৩১৯টি মামলায় আত্মসমর্পণ আবেদন নিষ্পত্তি এবং ১ হাজার ৫৯০ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে। ১ হাজার ১৭৪ জন অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।

৯ মে ভার্চুয়াল কোর্টে শুনানির জন্য অধ্যাদেশ জারি করা হয়। পরদিন উচ্চ আদালতের সব বিচারপতিকে নিয়ে ভিডিও কনফারেন্সে ফুলকোর্ট সভা করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ওইদিনই নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিমকোর্ট প্রশাসন। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়। ১১ মে প্রথমবারের মতো কুমিল্লার আদালতে এক আসামির জামিন হয়। করোনাকালে ২৬ মার্চের পর দফায় দফায় সাধারণ ছুটিরও মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ১৬ মে দেয়া এক বিজ্ঞপ্তিতে সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত করা হয়। তবে সরকার সাধারণ ছুটি আর না বাড়ালেও আদালত অঙ্গনে নিয়মিত কার্যক্রমের পরিবর্তে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভার্চুয়াল বিচারকাজ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিমকোর্ট প্রশাসন।

এ সংক্রান্ত আরও সংবাদ