সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২২
সিলনিউজবিডি ডেস্ক :: সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধের দাবিতে সড়ক অবরোধ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বেড়ে যাওয়ায় সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১১টার দিকে তেজগাঁওয়ে বুটেক্সের সামনের মূল সড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অবরোধের কারণে রাস্তার দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। নাবিস্ক মোড়ে ডাইভারসন করে তেজগাঁও শিল্পাঞ্চলের ভেতর দিয়ে চলাচলের ব্যবস্থা করেছে ট্রাফিক বিভাগ।
জানা যায়, করোনার নতুন ধরন ওমিক্রন বেড়ে যাওয়ায় সশরীরে ক্লাস-পরীক্ষাসহ প্রাতিষ্ঠানিক কোনো কার্যক্রমে অংশ নিতে চান না বুটেক্সের শিক্ষার্থীরা। তবে অনলাইন কার্যক্রম চালানোর পাশাপাশি দীর্ঘদিনের সেশন জটের নিরসনের দাবি তাদের। কিন্তু বিশ্বিবিদ্যালয় প্রশাসন এসব দাবি না মানায় দাবি আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষার চেয়ে জীবন বড়, তাই ওমিক্রনের মধ্যে তারা পরীক্ষা দিতে চান না। করোনা ও ডেঙ্গুতে তাদের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নতুন করে কারো জীবন সংকটে পতিত হোক তা চান না তারা।
এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বলেন, শিক্ষার্থীরা সড়ক বন্ধ করে রাখায় দুইপাশেই যানন চলাচল বন্ধ রয়েছে। আমরা শিক্ষার্থীদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।
সূত্র : বিডি-প্রতিদিন
সাকিব আহমেদ / ০৮ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি