সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২২
অধ্যাপক মোঃ জাকির হোসেন : প্রশিক্ষণ কর্মমূখী শিক্ষা অর্জন করে আলোকিত মানুষ হওয়া সম্ভব। সমাজ ও দেশ পরিবর্তন করতে প্রশিক্ষণের বিকল্প নেই। তাই দেশের উন্নয়নে বেকার যুব সমাজকে প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। আত্মকর্মী যুবদেরই নিয়েই যুবনীতি চালু হয়েছে। তিনি আরো বলেন পথ নির্দেশক যুব উন্নয়নের মাধ্যমে যুবকরাই প্রশিক্ষণ নিয়ে দেশ বিদেশ আলোকিত করেছে। প্রশিক্ষিত যুবকরা দক্ষ শ্রমিক গঠন করতে পারে। যুব কার্যক্রমের মাধ্যমে সোনার বাংলাদেশ গঠনে তাদের ভূমিকা অপরিসীম। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ পরিণত করতে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশের মূল প্রাণশক্তি আত্মপ্রত্যয়ী যুব উদ্যোক্তারা যুব উন্নয়নের মাধ্যমেই প্রশিক্ষণ কর্মমূখী শিক্ষা অর্জন করে আলোকিত মানুষ হওয়া সম্ভব। তাই এসব উদ্যোক্তাদের প্রযুক্তিগত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি দায়িত্বশীলতার সহিত কাজ করতে হবে। তিনি আরো বলেন, সরকার শিক্ষা উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের সার্র্বিক উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসনসহ সর্বমহলকে একযোগে কাজ করতে হবে।
আত্মকর্মসংস্থানে প্রশিক্ষিত যুব মহিলাদের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ জাকির হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট যুব উন্নয়ন পরিষদ ও নারী উন্নয়ন যুব সংস্থার যৌথ উদ্যোগে নগরীর টিলাগড়স্থ নারী উন্নয়ন যুব সংস্থার কার্যালয় সংলগ্ন গত ৭ই জানুয়ারী শুক্রবার সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে নারী উন্নয়ন যুব সংস্থ্যার সহ সভাপতি রুকসানা বেগমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নারী উন্নয়ন যুব সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক রাজনা বেগম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী বঙ্গবন্ধু লীগের উপদেষ্টা রেজা ফয়জুল করিম চৌধুরী। সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর ও নারী উন্নয়ন যুব সংস্থার সভাপতি নাজনীন আক্তার কণা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরারমর সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ শেলি আক্তার, আনোয়ারা বেগম, সৈয়দা তানিয়া ইসলাম, হামিদা বেগম, এমি আক্তার, রুনা মজুমদার, তাহমিনা আক্তার জুই, লিপি বেগম প্রমুখ।
উল্লেখ্য যে, রেজা ফয়জুর করিম চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৫০ জন অসহায় দরিদ্র যুব মহিলাদেরকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাকিব আহমেদ /০৮ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি