সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২
সিলনিউজ ডেস্ক:: লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশ হেফাজতে নিহত হিমাংশু বর্মণ (৩৫) ও তার বাবার কাছে এক লাখ টাকা পুলিশ দাবি করেছিল বলে অভিযোগ করেছেন পরিবার। আর সেই টাকা দিতে না পারায় পুলিশ তাকে মেরে ফেলেছে বলে দাবি করেছেন হিমাংশুর বাবা বিশ্বেশ্বর বর্মণ। তাই ছেলে হত্যার বিচার দাবি করেছেন তিনি। একই দাবি জানিয়েছেন এলাকাবাসীরাও।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে হিমাংশুর স্ত্রী সাবিত্রী রানী ওরফে সবিতা রানী নিজ বাড়িতে খুন হয়েছেন বলে জানতে পারেন এলাকাবাসী। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে হিমাংশুকে তার স্ত্রীর মরদেহের পাশে দেখতে পান। পরে বেলা সাড়ে ১১টার দিকে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলমসহ একদল পুলিশ সেখানে উপস্থিত হন।
একপর্যায়ে ওই লাশসহ জিজ্ঞাসাবাদের জন্য হিমাংশু ও তার বড় মেয়ে পিংকীকে (১৩) থানায় নিয়ে আসে পুলিশ। কিন্তু সেই হিমাংশু যে থানায় গিয়ে লাশ হবেন? তা মেনে নিতে পারছেন না এলাকাবাসী।
গ্রামবাসীরা বলছেন, পুলিশ দাবি করছে হিমাংশু আত্মহত্যা করেছে! কিন্তু সে যদি আত্মহত্যা কিংবা পালিয়ে যাওয়ার চেষ্টা করত। তাহলে সে বাড়িতেই করল না কেন? প্রশ্ন এলাকাবাসীর। তাদের দাবি হিমাংশু আত্মহত্যা করে নাই, পুলিশ নির্যাতন করে তাকে হত্যা করেছে। সুষ্ঠু তদন্ত হলে সব সত্য ঘটনা প্রকাশ পাবে বলে ধারণা তাদের। তবে শুধু এলাকাবাসী নয়, পরিবারের লোকজনও দাবি করেছেন হিমাংশুকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
নিহতের বাবা বিশ্বেশ্বর বর্মণের ভাষ্য মতে, ‘শুক্রবার দুপুরে ছেলেকে থানায় দেখতে গেলে পুলিশ তার কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে পারলে ছেলে ও নাতনি পিংকীকে ছেড়ে দেওয়া হবে নতুবা তাদেরকে জেলে পাঠানো হবে বলে উল্লেখ করেন বিশ্বেশ্বর বর্মণ।
তিনি আরো জানান, থানা থেকে ফেরার আগে ওইদিন বেলা দেড়টার দিকে হিমাংশুর সঙ্গে সর্বশেষ দেখা করেন বাবা বিশ্বেশ্বর বর্মণ। ওই সময় হিমাংশু তার বাবাকে বলেন, ‘বাবা পুলিশ আমার কাছে এক লাখ টাকা চেয়েছে। টাকা দিলে ছেড়ে দেবে, না দিলে আমাকে ও আমার মেয়েকে জেলে পাঠিয়ে দিবে’। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন বাবা বিশ্বেশ্বর বর্মণ।
তবে টাকা চাওয়ার বিষয়টা ভিত্তিহীন দাবি করে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, হিমাংশু থানার কক্ষে থাকা ওয়াই-ফাই এর তার গলায় পেচিয়ে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি