সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২
সিলনিউজ ডেস্ক:: সিলেট নগরীর টিলাগড় থেকে সাহাদ আকরাম খান রাহি নামের ২৬ বছর বয়সী এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি টিলাগড় ভাটাটিকর-২ আমান উল্লাহ খান রোডের নম্বর রোডের ৪ নম্বর বাসার মৃত গোলজার খানের ছেলে। শুক্রবার ও শনিবার নগরীর বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনেরা।
জানা গেছে, শুক্রবার সকাল ১১টায় টিলাগড় পয়েন্টে যাওয়ার কথা বলে বেরিয়ে যান সাহাদ আকরাম খান রাহি। সাধারণত তিনি বাসা থেকে বাইরে গেলে আধা ঘন্টার মধ্যেই বাসায় ফেরেন। কিন্তু সেদিন সময়মতো বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার ফোনে কল দিলে সেটি বন্ধ পান।
শুক্রবার ও শনিবার নগরীর বিভিন্ন স্থানে, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের সাথে যোগাযোগ করেও রাহির কোনো সন্ধান না পাওয়ায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৩৮৭) করেন তার ছোটভাই রাহাত খান।
সাহাদ আকরাম খান রাহির হায়ের রঙ ফর্সা উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, মুখমণ্ডল হালকা লম্বাটে। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে সবুজ শার্ট ও নেভি ব্লু হাফ হাতা সোয়েটার ছিলো। রাহি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
কোনো সুহৃদয়বান ব্যক্তি সাহাদ আকরাম খান রাহির সন্ধান পেলে তার ছোটভাই রাহাত খানের সাথে (মোবাইল: ০১৭৯৪-৩৬৪৩৬৪) অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন স্বজনেরা।
এবিএ/০৯ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি