সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২
স্পোর্টস ডেস্ক:: ভক্তদের আবদার তিনি বরাবরই পূরণ করেন। এবার ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের এক ক্রিকেটারের আবদারও মেটালেন ভারতের সাবেক অধিনায়ক ও চেন্নাই সুপার কিংসের বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
পাকিস্তানের পেসার হ্যারিস রউফকে নিজের সই করা জার্সি উপহার হিসেবে পাঠালেন ধোনি। স্বাভাবিকভাবেই এই উপহার পেয়ে খুশি ধরে রাখতে পারেননি পাকিস্তানি এই তারকা পেসার। সোশ্যাল মিডিয়ায় ধোনির সই করা জার্সির ছবি পোস্ট করে অনুরাগীদের সামনে তার মনের অবস্থা তুলে ধরেছেন এবং ধোনিকে ধন্যবাদও জানান রউফ।
পাকিস্তানি তারকার টুইট থেকে জানা যায়, চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণনের মাধ্যমে তাকে জার্সিটি পাঠিয়েছেন ধোনি। টুইটারে ধোনির সই করা জার্সির ছবি পোস্ট করে হ্যারিস রউফ লেখেন, কিংবদন্তি এবং ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি তার এই জার্সিটি অসাধারণ উপহার হিসেবে আমাকে দিয়ে সম্মানিত করেছেন। ‘৭’ নম্বরটা এখনও হৃদ্যতা এবং শুভেচ্ছা বিনিময় করে মন জয় করে চলেছেন। সাহায্য করার জন্য রাসেল রাধাকৃষ্ণনকে বিশেষ ধন্যবাদ।
এরপর হ্যারিসের টুইটের উত্তরে রাসেল লেখেন, ‘যখন আমাদের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি কোনও প্রতিশ্রুতি দেন, তিনি কথা রাখেন।’ পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত হ্যারিস রউফ ৮টি ওয়ানডে ও ৩৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। দুই ফর্ম্যাটে তিনি যথাক্রমে ১৪ ও ৪১টি উইকেট নিয়েছেন। রউফ বর্তমানে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারসের হয়ে খেলছেন।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি