শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটিসেবাধর্মী কাজ:

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটিসেবাধর্মী কাজ:

স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ

সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ বলেছেন, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি সেবাধর্মী কাজ।
গত শুক্রবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় হবিগঞ্জের পাহাড়পুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ও সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শিবজ্ঞানে জীবসেবাকে উপজীব্য করে মানুষের সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আশ্রম কমিটির সভাপতি অধ্যাপক জীবন কুমার চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক রাজকুমার দাশ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, আশ্রমের উপদেষ্টা সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, প্রাক্তন ব্যাংকার অনাথ বন্ধু এষ, অশোক কুমার দে, এডভোকেট শরদিন্দু পাল, অজিত ভট্টাচার্য্য, ব্যবসায়ী নীলেন্দু চৌধুরী, ব্যাংকার সুবিনয় রায়, ইঞ্জিনিয়ার শিতাংশু দাশ প্রমুখ।
এছাড়া আশ্রম কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি শিক্ষক অজিত কুমার দাশ, বিশিষ্ট ব্যবসায়ী সূত লাল দাশ, নীলেন্দু শেখর দাশ, সৈলেশ দাশ, অমর সূত্রধর, নারায়ন সরকার, রামেন্দ্র চন্দ্র দাশ এবং পূজারী অজয় চক্রবর্তী প্রমুখ। শেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

হবিগঞ্জের পাহাড়পুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ও সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ

সাকিব আহমেদ / ০৯ জানুয়ারি