সিলেটে ব্যর্থ সৌম্য-বিজয়, মুখোমুখি সাকিব-আশরাফুল

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২

সিলেটে ব্যর্থ সৌম্য-বিজয়, মুখোমুখি সাকিব-আশরাফুল

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্ট ‘ইন্ডিপেন্ডেস কাপ’ মাঠে গড়িয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি ভেন্যুতে একইসাথে চলছে দুটি ম্যাচ। একটি ম্যাচে সাকিব আল হাসানের ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে লড়ছেন মোহাম্মদ আশরাফুল।

অপর ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে লড়ছে বিসিবি দক্ষিণাঞ্চল।

আজ রোববার সকালে টসে জিতে ফিল্ডিং বেছে নেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা অবধি ৩ উইকেট হারিয়ে ১১৪ রান তুলেছে ওয়ালটন মধ্যাঞ্চল।

ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। ১৮ বলে ১৩ রান করে পেসার রুবেল হোসেনের বলে বোল্ড হয়ে যান জাতীয় দলের এই ওপেনার। মিজানুর রহমান ৪০ বলে ৩৬ ও আব্দুল মজিদ ২৭ বলে ৮ রান করেন। ১৬ বলে ১৪ রান নিয়ে সাকিব আল হাসান ও ২৬ বলে ৩০ রান নিয়ে মোহাম্মদ মিঠুন ব্যাট করছেন।

দুই দলের একাদশ>>

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল: ইমরুল কায়েস (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, তানভীর ইসলাম, রনি তালুকদার, রুবেল হোসেন, নাদিফ চৌধুরী, নাঈম হাসান, মোহাম্মদ আশরাফুল, রেজাউর রহমান রাজা, আলাউদ্দিন বাবু।

ওয়ালটন মধ্যাঞ্চল: আব্দুল মজিদ, মিজানুর রহমান, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), জাকের আলী অনিক, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, হাসান মুরাদ, আবু হায়দার রনি।

এদিকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২’তে টসে হেরে ব্যাটিংয়ে নামে বিসিবি দক্ষিণাঞ্চল। এ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ জাতীয় দলের সাবেক ওপেনার এনামুল হক বিজয়। ১৪ বলে ১০ রান করে শফিকুল ইসলামের বলে আকবর আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন তিনি।

দারুণ খেলতে থাকা পিনাক ঘোষকে (৭৬ বলে ৪৭) বোল্ড করেছেন নাঈম ইসলাম। রান আউট হয়ে ফিরেছেন মাইশুকুর রহমান (৬)।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ৩ উইকেট ৯৫ রান করেছে বিসিবি দক্ষিণাঞ্চল। তৌহিদ হৃদয় ৪৫ বলে ৩১ ও জাকির হাসান আছেন ব্যাটিংয়ে।

দুই দলের একাদশ>>

বিসিবি উত্তরাঞ্চল: মার্শাল আইয়ুব (অধিনায়ক), নাঈম ইসলাম, সানজামুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শফিকুল ইসলাম, আরিফুল হক, আমিনুল ইসলাম বিপ্লব, আকবর আলী ও শফিউল ইসলাম।

বিসিবি দক্ষিণাঞ্চল: পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মাইশুকুর রহমান, তৌহিদ হৃদয়, জাকির হাসান (অধিনায়ক), নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা