গোয়াইনঘাটে জেলা ডিবি পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

গোয়াইনঘাটে জেলা ডিবি পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট থেকে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামী আলী (২৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত আলী গোয়াইনঘাট থানার ফেনাইকোনা প্রকাশিত উত্তর লাবু সাকিনের নুর আলমের ছেলে।

জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক্সসহ একটি পিকাপ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় পিকাপে থাকা চোরাচালানে জড়িত আসামীরা পিকাপ থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় জড়িত ডিবি এক আসামীকে ইতিমধ্যে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করলেও উক্ত আসামী ঘটনার পর থেকেই পলাতক ছিলো।

রোববার (১৯ জুলাই) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই নিতাই লাল রায় গোয়াইনঘাট থেকে আসামী আলীকে গ্রেফতার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ ও সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান, দীর্ঘদিন পলাতক থাকা চোরাচালান মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।