সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২
সিলনিউজ ডেস্ক :: জকিগঞ্জ বাজারের সোনার বাংলা অডিটোরিয়ামে তারুণ্য ছাত্র ঐক্য পরিষদ আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নব নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানদের সংবর্ধনা শনিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি এসএম সালমানের সভাপতিত্বে দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তৃতীয় বারের মতো নির্বাচিত চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু। প্রধান বক্তার বক্তব্য রাখেন ৯নং মানিকপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান মাও. আফতাব উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিদ্দিকুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমন্বয়ক মোস্তফা জামান পাটওয়ারী শান্ত।
এতে বিশেষ অতিথি ছিলেন গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জালাল উদ্দিন, সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির উপদেষ্টা জাফরুল ইসলাম, সিলেট প্রতিদিন প্রতিনিধি এনামুল হক মুন্না, বাংলাদেশ তালামীযে ইসলামিয়ার জকিগঞ্জ উপজেলার সাবেক সভাপতি আহমদ আল মনজুর, জেডএসসির সাবেক সভাপতি সাকিব আল হাসান, তারুণ্য ছাত্র ঐক্য পরিষদের সহ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী।
রুবেল আহমদ, রিমন আহমদ, জীবান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আফসার আহমেদ রাজু, গোলাম কিবরিয়া, সদস্য আলবাব, সাজু, নুরুল, তাহমিদসহ সদস্যবৃন্দ।
বক্তারা তারুণ্য ছাত্র ঐক্য পরিষদের বিগত দিনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে শিক্ষার্থীদেরকে কারিগরি শিক্ষার গুরুত্বারোপ করেন।
প্রসঙ্গত, তারুণ্য ছাত্র ঐক্য পরিষদের রচনা প্রতিযোগিতা তিনটি বিভাগে (ক, খ, গ) পৃথক বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উপজেলার প্রায় ২০০ শিক্ষার্থী, তার মধ্যে ৬৬ জন নির্বাচিত হোন।
ক বিভাগে ১ম স্থান অর্জন করেন এমএ হাকিম হাদি, ২য় স্থান মেহেরুজ্জামান সাফাত এবং ৩য় স্থান জাবিন তাসনিম।
খ বিভাগে ১ম স্থান মো. কামরুল ইসলাম, ২য় স্থান আশরাফুল আলম এবং ৩য় স্থান মাহবুবা রাহমান তাপাদার।
গ বিভাগে ১ম স্থান নাছুহা বেগম, ২য় স্থান আশরাফুল ইসলাম চৌধুরী এবং ৩য় স্থান পান তাসলিমা আক্তার।
অনুষ্ঠানে পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি