সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২
সিলনিউজ ডেস্ক:; সিলেট লায়ন্স ফাউন্ডেশন এর মাসিক সভা সম্পন্ন হয়েছে। শনিবার (৮ জানুয়ারী) রাতে সিলেট মহানগরীর বাঘবাড়ি বর্ণামালা পয়েন্টস্থ সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালের হল রুমে আয়োজিত সভায় সিলেট লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লায়ন জুবায়ের আহমদ চৌধুরী এমজেএফ এর সভাপতিত্বে ও লায়ন ইমরান আহমদ এমজেএফ সেক্রেটারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন লায়ন ডিস্ট্রিক্ট গভর্নর ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. আজিজুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তবে প্রফেসর ডা. আজিজুর রহমান বলেন, লায়ন্স চক্ষু হাসপাতাল অতিদ্রুত পূর্নাজ্ঞ ও স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে এমজেএফ ও প্রাক্তন এসএলএফ’র চেয়ারম্যান লায়ন ফারুক আহমেদ বলেন, এই চক্ষু হাসপাতালকে এই অঞ্চলের একটি যোগপযোগী হাসপাতাল হিসেবে উন্নত করতে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-লায়ন সামসুল আলম খান, লায়ন মনসুর আলম চৌধুরী, লায়ন মুহিতুর রহমান, লায়ন মাছুম আহমদ, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের,লায়ন গৌতম লাল দত্ত,লায়ন অঞ্জন কুমার দাস প্রমুখ।
এবিএ/৯ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি