নবীন বরণ অনুষ্ঠানে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২

নবীন বরণ অনুষ্ঠানে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন

সিলনিউজ ডেস্ক:: শিক্ষাক্ষেত্রে নতুনদের গ্রহণ করা আনন্দের আরেকটি অংশ হল নবীন বরণ অনুষ্ঠান। রোববার ৯ জানুয়ারি কুমার পাড়া রোড মালঞ্চ কমিউনিটি সেন্টারে ইউনিক মাল্টিমিডিয়া স্কুল নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল সাড়ে এগারটা থেকে বিকাল ৩টা পর্যন্ত পুরনো ও নতুন শিক্ষার্থীদের মাঝে এক মেল বন্ধনের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সেবা শিক্ষার্থীদের সহ বিজয় দিবসের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানকে প্রাঞ্জল করতে আয়োজন করা হয় আবৃত্তি, নৃত্য ও সংগীতের।

আমন্ত্রিত সংগঠন মুক্তাক্ষর তাদের দলগতভাবে বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় নাইমুল ইসলাম গুলজারের সঞ্চালনায় বেশকিছু আবৃত্তি পরিবেশন করে মুক্তাক্ষর সদস্যরা। সব শেষে মুক্তাক্ষরের সদস্যদের হাতে শুভেচ্ছা স্মারক প্রদান করেন ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের চেয়ারম্যান অধ্যক্ষ শিশির রঞ্জন সরকার।

 

এবিএ/৯ জানুয়ারি