সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: করোনাভাইরাস ভয়াবহ রুপ নিয়েছে প্রতিবেশী দেশ ভারতে। অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে সর্বনাশা করোনায় দেশটির আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪০ হাজার ৪২৫ জন নতুন করে কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন। একদিনে এত সংখ্যক মানুষ দেশটিতে এর আগে আক্রান্ত হননি। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।
সবমিলিয়ে ভারতে আক্রান্ত হলেন ১১ লাখ ১৮ হাজার ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮১ জন। সব মিলিয়ে ভারতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে মোট ২৭ হাজার ৪৯৭ জনের।
যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড এখন ভারতের।
গত তিন দিন ধরে ভারতে আক্রান্তের সংখ্যা বেশি। রোজ নতুন সংক্রমণ হচ্ছিল ৩৫ হাজারের বেশি মানুষ। রোববার তা বেড়ে হল প্রায় ৩৯ হাজার। সোমবার তাও বেড়ে ৪০ হাজার ছাড়িয়ে যায়।
ভারতে করোনায় সবচেয়ে বেশি মারা গেছেন মহারাষ্ট্রের লোকজন। ১১ হাজার ৮৫৪ জন না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ গেছে তিন হাজার ৬২৮ জনের। তামিলনাডুতে করোনা প্রাণ কেড়েছে দু’হাজার ৪৮১ জনের। গুজরাটে ২১৪২ জনের। কর্নাটকে ১,৩৩১, উত্তরপ্রদেশ ১,১৪৬ ও পশ্চিমবঙ্গে ১,১১২।
আক্রান্ত দ্রুত হারে বাড়লেও ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক। আক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন সাড়ে ৭ লাখ মানুষ। অর্থাৎ মোট আক্রান্তের ৬২ শতাংশই সুস্থ হয়ে উঠছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২২ হাজার ৬৬৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সাত লাখ ৮৭ জন করোনামুক্ত হলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি