সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
খেলা ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেটে গর্ডন গ্রিনিজ ও ডেভ হোয়াটমোরের পর যে কোচ সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন, তিনি হলেন সাবেক শ্রীলংকান ব্যাটসম্যান চন্ডিকা হাথুরুসিংহে।
২০১৪ সালের মে মাস থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত টাইগারদের হেড কোচ ছিলেন তিনি।
ওই মাসে নিজ থেকেই দায়িত্ব থেকে পদত্যাগ করে ডিসেম্বরে স্বদেশে চলে যান হাথুরুসিংহে। দেশ ফিরেই শ্রীলংকার হেড কোচের দায়িত্ব নেন।
কিন্তু বিশ্বকাপসহ বেশ কয়েকটি সিরিজে দলের বাজে পারফরম্যান্সের পর হাথুরুসিংহেকে সরিয়ে গত আগস্টে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাবেক পেসার রুমেশ রত্নায়েকেকে বেছে নিয়েছিল শ্রীলংকা।
সেই সময় হাথুরুসিংহেকে কারণ দর্শানো নোটিশও পাঠানো হয়েছিল বোর্ডের তরফে।
শুরু হয় দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে হাথুরুসিংহের দ্বন্দ্ব।
এর পর গেল বছরের ডিসেম্বরে পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারকে নিয়োগ দেয় শ্রীলংকা।
আর্থার দায়িত্ব পেলেও হাথুরুসিংহের সঙ্গে বোর্ডের চুক্তি বহালই থাকে।
এবার এসব দ্বন্দ্বকে পেছনে ফেলে নিজ দেশ ছাড়ছেন হাথুরুসিংহে।
বাংলাদেশ ও শ্রীলংকার হেড কোচ হিসেবে দায়িত্ব পালনের পর এবার পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়।
তবে অস্ট্রেলিয়ার জাতীয় দলের কোচ হয়ে নয়, দেশটির ঘরোয়া ক্রিকেটের দল নিউ সাউথ ওয়েলসের ব্যাটিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন হাথুরুসিংহে।
এর আগে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত ক্লাবটির সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এ সাবেক লংকান ব্যাটসম্যান।
নিউ সাউথ ওয়েলসের ইংলিশ ব্যাটিং কোচ মাইকেল ইয়ার্ডি দায়িত্ব ছাড়ার ফলে তার স্থলাভিষিক্ত হচ্ছেন হাথুরুসিংহে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে এক বিবৃতিতে হাথুরুসিংহে বলেন, ‘নিউ সাউথ ওয়েলসের হয়ে কাজ করার অভিজ্ঞতা সবচেয়ে ভালো। এখানে অনেক অনেক প্রতিভার দেখো মেলে। মাইকেল ক্লার্ক, ব্র্যাড হ্যাডিন, শেন ওয়াটসনদের মতো খেলোয়াড়দের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ।’
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি