সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২
স্পোর্টস ডেস্ক:: কয়েক বছর ধরেই কঠিন সময় পার করছে শ্রীলঙ্কার ক্রিকেট। তবে ধীরে ধীরে সব গুছিয়ে আনার চেষ্টা করছে দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু এর মধ্যেই নতুন সংকট সৃষ্টি হয়েছে। একে একে বেশ কয়েকজন ক্রিকেটার হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছেন।
মূলত বোর্ডের নানা বিতর্কিত কাজের কারণে খেলোয়াড়দের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ক্রিকেটাররাও একে একে অবসরের ঘোষণা দিচ্ছে।
তাই এই হিড়িক ঠেকাতে অদ্ভুত ৩টি নিয়ম জারি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
প্রথম নিয়ম- হঠাৎ করেই অবসরের ঘোষণা দেওয়া যাবে না। এখন থেকে কেউ অবসর নিতে চাইলে তাকে অন্তত ৩ মাস আগে বোর্ডকে জানাতে হবে।
দ্বিতীয়ত- ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি ঝোঁকের কারণেও অনেক ক্রিকেটার অবসর নিয়ে থাকেন। তাই এই প্রবণতা কমাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাতীয় দল থেকে অবসর নেওয়ার ৬ মাস পর ফ্র্যাঞ্চাইজি লিগের অনাপত্তিপত্র দেওয়া হবে। অর্থাৎ, অবসর নিলেও পরবর্তী ৬ মাস কোনো ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবেন না ওই ক্রিকেটার।
তৃতীয়ত- শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে হলেও থাকছে কঠোর নিয়ম। ঘরোয়া ক্রিকেটের অন্তত ৮০ শতাংশ ম্যাচে অংশ না নিলে জাতীয় দল থেকে অবসর নেওয়া কোনো ক্রিকেটার এলপিএলে খেলতে পারবেন না। এইসব নিয়ম কেবল বোর্ডের চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের জন্য প্রযোজ্য।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি