সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২
স্পোর্টস ডেস্ক:: কেউ যখন ধারাবাহিক ভাবে প্রচুর রান করেন, একের পর এক রেকর্ড করে চমকে দেন ক্রিকেট দুনিয়াকে, তখন তার ব্যর্থতার সময়ও তাকে মেনে নিতে হয়। আর কেউ নন, বিরাট কোহলিকে নিয়ে এমনই ব্যাখ্যা ডেভিড ওয়ার্নারের। ২০১৯ সালে ইডেন টেস্টের পর আর সেঞ্চুরি নেই বিরাটের ব্যাটে। মাঠ ও মাঠের বিতর্কে পিছু ছাড়ছে না কোহলির। এরই মধ্যে কোহলির পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার এই অজি ওপেনার।
এক সাক্ষাত্কারে ওয়ার্নার বলেছেন, গত কয়েক বছর ধরে বিরাট কোহলির ফর্ম নিয়ে লোকে প্রচুর কথা বলছে। আমরা অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি। তার মধ্যে আবার সে বাবা সদ্য বাবা হয়েছে। ভুলে গেলে চলবে না, সে কিন্তু প্রচুর সাফল্য পেয়েছে। আর যে সাফল্য পায়, ব্যর্থ হওয়ার অধিকারও রয়েছে তার।
বিরাট কোহলির মতোই এক সময় স্টিভ স্মিথকেও সমালোচনা শুনতে হয়েছে। সেই প্রসঙ্গ তুলে ওয়ার্নার বলছেন, লোকে বলত, স্মিথ চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করতে পারে না। কিন্তু তথ্য ঘেঁটে দেখুন, সে প্রতি চার ইনিংস অন্তর সেঞ্চুরি করে। স্মিথও মানুষ। খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতেই হয় সবাইকে। আর সেই কারণেই তাদের মতো ক্রিকেটারদের উপর প্রচুর চাপ থাকে। প্রত্যাশার চাপ সামলাতে হয়। কিন্তু বিরাটরা যে চাপ অনুভব করে না, তার গ্যারান্টি আমি দিতে পারি।
দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট জিতেছিল ভারত। কিন্তু দ্বিতীয় টেস্টে সমতা ফিরিয়েছে ডিন এলগারের টিম। ক্যাপ্টেন বিরাট কোহলি পিঠের চোটের কারণে ওই ম্যাচ খেলতে পারেননি। কেপটাউনে তৃতীয় টেস্টে টিমে ফিরবেন বলেই মনে হচ্ছে। চলতি সিরিজে ভারতকে যেমন জেতাতে হবে, তেমনই রানে ফিরতে হবে বিরাটকে। অন্তত একটা সেঞ্চুরি আবার তার পুরানো জায়গা ফিরিয়ে দেবে, বিশ্বাস কোহলির ভক্তদের।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি