সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:: সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হাবিব আহমদ (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাবিব আহমদ (১৮) সিলেট নগরের হাতিমবাগ এলাকার বাসিন্দা ইকবাল আহমদের ছেলে।
তার মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, এদিন দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের কোনারচর এলাকায় একটি ইমা লেগুনার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন হাবিব আহমদ। তাকে উদ্ধার করে স্থানীয় নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সামসুদ্দোহা পিপিএম বলেন, দুর্ঘটনার পরিচয় সনাক্তের চেষ্টা চালান। সন্ধ্যার দিকে ওই মোটরসাইকেল আরোহি মারা যান। পরে মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
এবিএ/১০ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি