সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২
সিলনিউজ ডেস্ক:: সরকার কতৃক হাওড়, দ্বীপ ও চর হিসেবে ঘোষিত দেশের ১৬ উপজেলার রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলির কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার (০৯ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়, মন্ত্রিপরিষদের অর্থ বিভাগের সুপারিশের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোতে কর্মরত স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের পদানুসারে ভাতা নির্ধারণ করা হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়, সার্কুলার জারির দিন অর্থাৎ আজ থেকেই এই সরকার কতৃক হাওড়, দ্বীপ, চর হিসেবে ঘোষিত ১৬ উপজেলার রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলির স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীরাদের জন্য এই ভাতা কার্যকর হবে।
পদানুসারে ৭ম থেকে তদুর্দ্ধ গ্রেডের কর্মচারীরা সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং ২০ তম গ্রেডের কর্মকর্তারা ১ হাজার ৬৫০ টাকা করে মাসিক ভাতা পাবেন।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে যোগাযোগব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ও অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করে পার্বত্য এলাকাবহির্ভূত ১৬ উপজেলাকে হাওর, দ্বীপ ও চর উপজেলা হিসেবে ঘোষণা করে গেজেট জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
সেই প্রজ্ঞাপন অনুযায়ী ১৬ উপজেলা হলো- কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম; চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া, নোয়াখালীর হাতিয়া, সিরাজগঞ্জের চৌহালী, কুড়িগ্রামের রৌমারী ও চর রাজীবপুর, পটুয়াখালীর রাঙ্গাবালী, ভোলার মনপুরা, সুনামগঞ্জের ধর্মপাশা, শাল্লা ও দোয়ারাবাজার; হবিগঞ্জের আজমিরীগঞ্জ এবং নেত্রকোনার খালিয়াজুরি।
এবিএ/১০ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি