সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২
সিলনিউজ ডেস্ক:: ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার কোদালের আঘাতে চাচা নিহত হয়েছেন। সোমবার বিকেলে সদর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আওলাদ হোসেন (৭০) হোসেন সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, গ্রামের দাড়িরপুর মাঠের ১০ কাঠা জমি নিয়ে আওয়াল হোসেন ও তার ভাতিজা শহীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুর ১ টার দিকে ওই জমিতে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে ভাতিজা শহীদ কোদাল দিয়ে আওলাদের মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক রাজিব চক্রবর্তী বলেন, আওলাদ হোসেন নামের যে ব্যক্তি মারা গেছে তিনি হাসপাতালে আসার আগেই মারা যান। মাথার আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, জমি নিয়ে বিরোধে একজন মারা গেছেন। এ ঘটনায় দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি